ঢাকা শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

মুগদায় লিফটের ফাঁকা স্থানে পড়ে এক ব্যক্তির মৃত্যু

মুগদায় লিফটের ফাঁকা স্থানে পড়ে এক ব্যক্তির মৃত্যু

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুন ২০২০ | ০৭:১২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

রাজধানীর মুগদার মদিনাবাগ এলাকায় নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা স্থান দিয়ে নিচে পড়ে জুয়েল মিয়া (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। তিনি পেশায় বৈদ্যুতিক মিস্ত্রি ছিলেন। 

নিহতের সহকর্মী জসিম জানান, ১০ তলা ভবনের দোতলায় কাজ করার সময় অসাবধানতাবশত লিফটের ফাঁকা দিয়ে নিচে পড়ে যান জুয়েল। তাকে উদ্ধার করে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে স্থানান্তর করা হয় ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেখানে বিকেল ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

ঢামেক পুলিশ ক্যাম্পের এএসআই আবদুল খান জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে। মৃত জুয়েল মিয়ার গ্রামের বাড়ি গাইবান্ধায়। বর্তমানে তিনি পরিবার নিয়ে মদিনাবাগ এলাকার ভাড়া বাসায় থাকতেন।

আরও পড়ুন

×