ঢাকা রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫

দুদকের মামলায় বিএনপি নেতার জামিন 

দুদকের মামলায় বিএনপি নেতার জামিন 

ছবি: সংগৃহীত

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪ | ১২:৩১

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় জামিন পেয়েছেন বাঁশখালী উপজেলা বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী এবং তাঁর স্ত্রী জেসমিন আক্তার। গত মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মাহমুদুল হক ও বিচারপতি শাহেদ নুরুদ্দীনের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

জানা গেছে, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত ১৭ সেপ্টেম্বর বিএনপি নেতা লিয়াকত আলী এবং তাঁর স্ত্রী জেসমিন আক্তারের বিরুদ্ধে মামলা করে দুদক। এ মামলায় মঙ্গলবার হাইকোর্টে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত লিয়াকত ও তাঁর স্ত্রীর আট সপ্তাহের জামিন মঞ্জুর করেন।

জামিনের বিষয়টি নিশ্চিত করে বিএনপি নেতা লিয়াকত আলী বলেন, আওয়ামী স্বৈরশাসন আমলে তিনি ও তাঁর পরিবারকে হয়রানি করার জন্য দুদক এ মামলা দিয়েছে। 

আরও পড়ুন

×