হবিগঞ্জ
আওয়ামীপন্থি ৬ চেয়ারম্যান পলাতক, সেবাবঞ্চিত মানুষ

ছবি-সংগৃহীত
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪ | ১৬:০৭ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৪ | ১৬:০৭
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নতুনব্রিজ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় স্থানীয় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। এর পর থেকেই পলাতক রয়েছেন উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের ছয়জন চেয়ারম্যান। এতে পরিষদের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা।
জানা গেছে, ওই ছয়জন প্রতিনিধি আওয়ামী লীগপন্থি প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেন। বুধবার উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ কার্যালয় ঘুরে দেখা যায়, পরিষদ চত্বরে সেবা প্রত্যাশীদের ভিড় থাকলেও নেই চেয়ারম্যান। ভুক্তভোগীদের সঙ্গে আলাপকালে জানা যায়, দায়ের করা মামলায় আসামি করা হয়েছে চেয়ারম্যানদের। এর পর থেকেই তারা কার্যালয়ে আসেন না।
মিরাশী ইউনিয়ন পরিষদে আসা এক সেবাপ্রত্যাশী শাকিরা আক্তার জানান, কয়েক দিন ধরে ছেলের জন্মনিবন্ধনের জন্য পরিষদে চক্কর কাটছেন।
চেয়ারম্যানের স্বাক্ষর নিতে পারেননি। রাণীগাঁও ইউনিয়ন পরিষদে আসা কালেঙ্গা এলাকার ফুলবাবু জানান, তাঁর নাতির ভোটার আইডি কার্ড সংশোধনের জন্য একটি প্রত্যয়নপত্র দরকার। চেয়ারম্যান কার্যালয়ে না আসায় সেটি নিতে পারছেন না।
রাণীগাঁও ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য কাছুম আলী জানান, প্রায় এক সপ্তাহ ধরে চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান রিপন অফিস করছেন না। বিভিন্ন সময় ইউনিয়ন পরিষদের কাজে সমস্যা হচ্ছে।
পাইকপাড়া ইউনিয়নের সুমাইয়া আক্তার জানান, দাদার মৃত্যুর সনদ নিতে এসে দেখেন চেয়ারম্যান নেই। একই পরিস্থিতি ছয় ইউনিয়ন পরিষদের সব ক’টিতে।
এ বিষয়ে কথা বলতে আত্মগোপনে থাকা চেয়ারম্যানদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। ১০ সেপ্টেম্বর চুনারুঘাট থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে আওয়ামী লীগপন্থি ওই ছয় চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৯৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়। মামলার পরপরই গা-ঢাকা দেন জনপ্রতিনিধিরা। এমন পরিস্থিতিতে ভোগান্তিতে পড়েছেন ছয়টি ইউনিয়নের দুই লক্ষাধিক বাসিন্দা।
- বিষয় :
- হবিগঞ্জ
- চুনারুঘাট
- চেয়ারম্যান