রংপুরে আরও ১৩ জনের করোনা শনাক্ত

রংপুর অফিস
প্রকাশ: ০৬ জুন ২০২০ | ০৮:১১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
রংপুর মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় নতুন করে আরও ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
আক্রান্তরা হলেন-রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শিশু বিভাগে ভর্তি এক শিশু (১১), রংপুর মেট্রোপলিটন পুলিশের এক সদস্য (৩৬), রংপুর ক্যাডেট কলেজের কর্মচারী (৪৮), নগরীর হনুমান তলার এক পুরুষ (৩০), তারাগঞ্জ উপজেলার এক বৃদ্ধ (৬৮)। এছাড়া গাইবান্ধা সদরের এক পুরুষ (৪০), গোবিন্দগঞ্জের এক পুরুষ (৪২), সাদুল্ল্যাপুর থানার এক পুলিশ সদস্য (৩০), সাদুল্ল্যাপুরের এক যুবক (১৮), এক পুরুষ (৩৫), সাঘাটা উপঝেলার এক যুবক (২২), কুড়িগ্রামের নাগেশ্বরীর এক পুরুষ (৩৩) ও কালিগঞ্জ হাসপাতালের এক নার্স (২৬)।
রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এ কে এম নুরুন্নবী লাইজু বলেন, শনিবার ১৮৮ জনের নমুনা পরীক্ষা নতুন করে ১৩ জনের করোনা শনাক্ত হয়। রংপুর জেলায় এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪৬৯ জন।