ঢাকা শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

নোয়াখালীতে গৃহবধূকে হাত-পা বেঁধে নির্যাতন, আটক ৪

নোয়াখালীতে গৃহবধূকে হাত-পা বেঁধে নির্যাতন, আটক ৪

অভিযুক্তদের আটক করেছে পুলিশ। ছবি: সমকাল

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪ | ১৭:৩৫

নোয়াখালীর সুবর্ণচরে হাত-পা বেঁধে তিন সন্তানের জননী শারমিন আক্তারকে (৩০) নির্যাতনের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। এরই মধ্যে নির্যাতনের একটি ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার বিকেলে নোয়াখালী পুলিশ সুপার আব্দুলাহ আল ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বুধবার সকালে উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের চরমজিদ গ্রামের নিজ বাড়ি থেকে অভিযুক্তদের আটক করা হয়।

আটকরা হলেন- নির্যাতনের শিকার গৃহবধূর স্বামী নুর নবী (৩২) ও তার ভাই শেখ ফরিদ (৩৫) বোন ছায়েরা খাতুন (৩৮) এবং ভাগনে সাইফুল ইসলাম হাসান (১৫। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
 

আরও পড়ুন

×