বরিশাল শেবাচিম হাসপাতালে করোনা পরীক্ষা কমিয়ে আনায় দুর্ভোগ

বরিশাল ব্যুরো
প্রকাশ: ০৬ জুন ২০২০ | ০৯:০৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে (শেবাচিম) করোনাভাইরাস পরীক্ষা কমিয়ে এনেছে কর্তৃপক্ষ। শনিবার থেকেই পরীক্ষা কার্যক্রম সীমিত করা হয়েছে। আগের থেকে অর্ধেকে নামিয়ে আনা হচ্ছে পরীক্ষা। এর ফলে করোনা পরীক্ষা করতে আসা সাধারণ মানুষরা দুর্ভোগে পড়েছেন।
শনিবার সকাল থেকে হাসপাতালের করোনা ওয়ার্ডের সামনে পরীক্ষা করতে আসা অর্ধশত মানুষকে ভিড় জমাতে দেখা গেছে। এর মধ্যে কয়েকজনকে গাড়িতে বসা কিংবা হাসপাতালের সামনে শুয়ে থাকতে দেখা গেছে।
ভুক্তভোগীরা জানিয়েছেন, তারা করোনা পরীক্ষা করতে চাইলেও হাসপাতাল কর্তৃপক্ষ করতে অনিহা দেখাচ্ছেন। যে কারণে করোনা উপসর্গ নিয়ে আসা অনেকেই বিপাকে পরেন। কেউ কেউ বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত অপেক্ষা করে চলে গেছেন।
গত কয়েকদিন ধরেই হাসপাতালে করোনা পরীক্ষা সীমিত করা হয়েছে। হাসপাতালের একাধিক সূত্র জানিয়েছে, তারা এই মুহূর্তে করোনা পরীক্ষা অর্ধেকের নিচে নামিয়ে আনার চেষ্টা করছেন।
এ বিষয়ে শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন বলেন, হাসপাতালের অনেক চিকিৎসক ও নার্স করোনায় আক্রান্ত হয়েছেন। জনবলেরও বেশ সংকট। যে কারণে এখন থেকে হাসপাতালে যারা ভর্তি থাকবেন তাদের করোনা পরীক্ষা করা হবে। আগে ৭০ থেকে ৮০ জনের পরীক্ষা করা হত। এখন থেকে ৩০ থেকে ৪০ জনের বেশি করোনা পরীক্ষা করা হবে না। আগের চেয়ে শনিবার ২০ থেকে ৩০ ভাগ পরীক্ষা কমিয়ে আনা হয়েছে।
তিনি বলেন, শেবাচিমে কেবল নমুনা গ্রহণ করার কথা। করোনা পরীক্ষা সিভিল সার্জনসহ আরও কয়েক জাগায় করার কথা। কিন্তু তা না হওয়ায় চাপ পড়ছে। তাছাড়া আক্রান্ত না হলেও অনেকে পরীক্ষা করতে আসছেন। এর ফলে হাসপাতালের চিকিৎসা সেবা ব্যহত হচ্ছে।