নওয়াপাড়ায় করোনায় আ.লীগ নেতা আমির হোসেনের মৃত্যু

প্রতীকী ছবি
নওয়াপাড়া (যশোর) প্রতিনিধি
প্রকাশ: ০৬ জুন ২০২০ | ০৯:১৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
যশোরের শিল্পশহর নওয়াপাড়ার ব্যবসায়ী, আওয়ামী লীগ নেতা, নওয়াপাড়া বর্ণালী সিনেমা হলের মালিক আমির হোসেন (৭৫) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে খুলনার একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আমির হোসেন অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ, নওয়াপাড়া মোগল স্বাস্থ্য কমপ্লেক্সের এবং নওয়াপাড়া রোটারী ক্লাবের প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি দীর্ঘদিন নওয়াপাড়া ইনস্টিটিউটের সভাপতি ছিলেন। এ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক ছিলেন তিনি।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহামুদুর রহমান রিজভী জানান, নওয়াপাড়ার ব্যবসায়ী আমির হোসেন দীর্ঘদিন যাবত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন। গত সোমবার তার শরীরের নানা সমস্যা দেখা দেওয়ায় তার এবং তার বাসার কেয়ারটেকারের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। গত ৫ জুন তাদের দুইজনেরই করোনা পজিটিভ রিপোর্ট আসে। আজ তিনি খুলনার একটি বেসরকারি হাসপাতালে মারা যান। তার কেয়ারটেকারকে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ডা. মাহামুদুর রহমান রিজভী আরও জানান, শনিবার মৃত আমির হোসেনের স্ত্রীর করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়েছে।