শেবাচিম হাসপাতালের অর্থপেডিক বিভাগ লকডাউন

ফাইল ছবি
বরিশাল ব্যুারো
প্রকাশ: ০৬ জুন ২০২০ | ০৯:৩৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
তথ্য গোপন করে করোনা আক্রান্ত ২ রোগী সেবা নিতে যাওয়ায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের (শেবাচিম) অর্থপেডিক বিভাগের চিকিৎসক-নার্সসহ ১১ জন আক্রান্ত হওয়ায় বিভাগটি লকডাউন করা হয়েছে। এ ছাড়া ওই বিভাগের চিকিৎসক-নার্সদের আইসোলেশনে পাঠানো হয়েছে।
শনিবার দুপুরে মেডিসিন বিভাগের সঙ্গে স্বল্প পরিসরে অর্থপেডিক সেবা চালু করা হয়েছে। হাসপাতালের একাধিক সূত্র এ তথ্য জানায়।
শেবাচিম হাসপাতালের অর্থপেডিক বিভাগের সার্জন ডা. সুদীপ হালদার জানান, করোনা পজেটিভ দুই রোগী তথ্য গোপন করে অর্থপেডিক বিভাগে ভর্তি হন। তারা কয়েকদিন ওই বিভাগে চিকিৎসা নেন। বিষয়টি জানতে পেরে অর্থপেডিক বিভাগের সকল চিকিৎসক, নার্স ও রোগীদের নমুনা সংগ্রহ করে মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়। শনিবার রিপোর্টে ওই বিভাগের চিকিৎসক ও নার্স সহ ১১ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। এ কারণে পুরো অর্থপেডিক বিভাগ লকডাউন করা হয়েছে।
তিনি বলেন, স্বল্প পরিসরে অর্থপেডিক বিভাগ চালু রাখতে মেডিসিন বিভাগের সঙ্গে চিকিৎসা দেওয়া হচ্ছে। তথ্য গোপন করে ভর্তি হওয়া দুই রোগীকে করোনা ওয়ার্ডে প্রেরণ করা হয়েছে।
এ ব্যপারে শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন বলেন, করোনা পজেটিভ দুই রোগী ৭ দিন ধরে অর্থপেডিক বিভাগে ভর্তি হয়ে চিকিৎসা নেন। তথ্য গোপন করায় সেখান থেকে একজন চিকিৎসক, ৭ জন নার্স এবং ৩ জন রোগী পজিটিভ হয়েছেন। তাই অর্থপেডিক বিভাগ ৭ দিনের জন্য বন্ধ করা হয়েছে। এ বিভাগটি মেডিসিন বিভাগের সাথে সীমিত পরিসরে চলবে।