ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

কুড়িগ্রামে করোনা আক্রান্ত অধিকাংশই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন

কুড়িগ্রামে করোনা আক্রান্ত অধিকাংশই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুন ২০২০ | ১০:০৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

কুড়িগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত তিন ভাগের দুই ভাগের বেশি রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। ফিরেছেন স্বাভাবিক জীবনযাত্রায়। এছাড়া জেলায় এখন পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনাও ঘটেনি। 

শনিবার জেলা সদরের জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন দুই নারী পুলিশসহ ৪ জন সুস্থ হয়ে কর্মস্থলে এবং নিজ বাড়িতে ফিরে গেছেন। ফলে জেলার কোনো হাসপাতালে এখন করোনা রোগী নেই। তবে বিভিন্ন উপজেলায় হোম আইসোলেশনে আছেন ২২ জন। 

এই ২২ জনের মধ্যে নাগেশ্বরী উপজেলার মনিরচর গ্রামের ৩৩ বছন বয়সী এক যুবক নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার বিকেলে রংপুর মেডিকেল কলেজ পরীক্ষাগার থেকে ২৫ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। তারমধ্যে ওই যুবকের নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ। তার নমুনা গত বুধবার সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। 

সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান জানান, জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭৬ জনে দাঁড়িয়েছে। তার মধ্যে ৫৪ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন। আর ২২ জন হোম আইসোলেশনে আছেন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় নতুন করে আরও ৫ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এনিয়ে শনিবার জেলায় হোম কোয়ারেন্টাইনে আছেন মোট ২১৮ জন। মেয়াদ শেষ হওয়ায় ২ হাজার ২১৪ জনকে হোম কোয়ারেন্টাইন থেকে অবমুক্ত করা হয়েছে। 

এ ছাড়া এ পর্যন্ত জেলা থেকে ২ হাজার ১৩৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজে স্থাপিত পরীক্ষাগারে পাঠানো হয়েছে। ফলাফল এসেছে ১ হাজার ৫২৫ জনের। তারমধ্যে ৭৬ জনের ফলাফল পজেটিভ এসেছে। 

আরও পড়ুন

×