ঢাকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

মুন্সীগঞ্জে আরও ৫০ জনের করোনা শনাক্ত

মুন্সীগঞ্জে আরও ৫০ জনের করোনা শনাক্ত

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুন ২০২০ | ১০:১২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

মুন্সীগঞ্জে শনিবার নতুন করে ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় ৯৫৯ জনের করোনা শনাক্ত হলো।

সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জন করোনা জয় করেছেন। এ নিয়ে জেলায় করোনা জয় করেছে ২৮১ জন।

অন্যদিকে রোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া শহরের ইদ্রকপুর ও চরকিশোরগঞ্জের দুজনের শনিবার করোনা শনাক্ত হয়েছে। তাই মৃতের সংখ্যা আরও দুজন বেড়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ জন।

শনিবার করোনা শনাক্ত হওয়া ৫০ জনের মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলায় ২৭, সিরাজদিখান উপজেলায় ৫, টঙ্গীবাড়ি উপজেলায় ৩, শ্রীনগর উপজেলায় ৭ এবং লৌহজং উপজেলায় ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে গজারিয়া উপজেলায় শনিবার নতুন করে করোনা শনাক্ত হয়নি।

সিভিল সার্জন জানান, শনিবার প্রেরণ করা ৬৬টি নমুনাসহ ৫৪৯৯ জনের নমুনা ঢাকায় প্রেরণ করা হয়েছে। এর মধ্যে রিপোর্ট পাওয়া গেছে ৫০৪৩টি। শনিবার ২ ও ৩ জুনের ১৫৫টি রিপোর্ট আসে। এর মধ্যে ৫০ জনের রিপোর্টে পজেটিভ এসেছে।

আরও পড়ুন

×