শাবিতে ‘ফ্যাসিবাদ উৎপাদনে গণমাধ্যম’ শীর্ষক আলোচনা সভা

ফেসবুকে আলোচনা সভার আয়োজন করা হয়। ছবি: সংগৃহীত
শাবি প্রতিনিধি
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪ | ১৫:৩৪ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৪ | ১৬:৩৫
‘ফ্যাসিবাদ উৎপাদনে গণমাধ্যমের ভূমিকা কি ছিলো’- এ বিষয়ে মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বিপ্লবী সাংস্কৃতিক মঞ্চ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই আলোচনার সভার আয়োজন করে।
মো. নুর হাসনাত ইমনের সঞ্চালনায় আলোচনা সভায় অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, মিউনিসিপ্যাল ল্ অ্যান্ড এনফোর্সমেন্ট অফিসার নুরুজ্জামান বিশ্বাস, আমেরিকার কলোরাডো স্টেট ইউনিভার্সিটির ডক্টরাল কান্ডিডেট অ্যান্ড ইন্সট্রাক্টর তাইয়িব আহমেদ ও শাবির পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. সাহাবুল হক।
আলোচনায় অংশ নিয়ে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘আমরা দেখেছি, স্বাধীনতা এবং স্বাধীনতার ঘোষণা নিয়ে বিগত ৫৩ বছরে শেখ পরিবার এবং আওয়ামী লীগ এককভাবে বলেছে, তারা দেশ স্বাধীন করেছে। এখন দেশ শাসনের অধিকার তাদেরই রয়েছে, অন্য কারও নেই। এখানে গণমাধ্যম গত ৫৩ বছরের গল্প, নাটক, কবিতার মাধ্যমে এই ধারণা তৈরি করেছে। সেই গল্প গত জুলাই এবং আগস্টের ঘটনায় ফাটল ধরেছে। আমরা আরও দেখেছি, বিগত ১৫ বছর বিএনপি, জামায়াত, হেফাজত অনেক বড় ত্যাগ স্বীকার করেছে। দীর্ঘ সময় ধরে তারা আন্দোলন করেছে। কিন্তু শহুরে মধ্যবিত্তরা এটাতে সম্পৃক্ত হয়নি। তারা আন্দোলনকে নিজের মনে করতে পারেনি। কারণ, গণমাধ্যম এখানে তাদের অনুভূতি অন্যদিকে নিয়ে গেছে।’
ইসলামী ব্যাংক দখলের বিষয় উল্লেখ করে আলোচনা সভায় অধ্যাপক ড. মো. সাহাবুল হক বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল বারাকাত স্যার জঙ্গিবাদের অর্থনীতি নামের একটা বই লিখেছেন। বইটি ইসলামী ব্যাংক দখলে সহযোগিতা করেছে। এর মাধ্যমে স্যার যে পাপ করেছেন- আমি আশা করি, তা মোচনের জন্য গত ১৫ বছরে বাংলাদেশে যা হয়েছে, তা নিয়ে লুটপাটের অর্থনীতি নামের একটা বই লিখবেন।’
তিনি আরও বলেন, পত্রিকা খরচের অর্থ আসে বিজ্ঞাপন থেকে। সরকার বিজ্ঞাপনের মাধ্যমে মিডিয়াকে নিয়ন্ত্রণ করে। সরকারের সঙ্গে যাদের ভালো সম্পর্ক, তারাই সরকারি এবং করপোরেট বিজ্ঞাপন পেত।
নুরুজ্জামান বিশ্বাস ফ্যাসিবাদকে হাওয়া ভর্তি বেলুনের সঙ্গে তুলনা করে বলেন, ‘বেলুনে বাতাস দিয়ে ভর্তি করলে তা ধরে রাখার জন্য সুতা দিয়ে বাঁধতে হয়। একটা রাষ্ট্রের ফ্যাসিবাদী শাসন গড়ে তুললে তা প্রতিষ্ঠা করতে হাওয়া দেওয়া বেলুনের মতো বেঁধে রাখতে হয়। আর সেই বাঁধন দেওয়া হয় গণমাধ্যম দিয়ে।’
- বিষয় :
- আলোচনা সভা
- আলোচনা