চট্টগ্রামে করোনায় চিকিৎসাধীন যুবকের মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৬ জুন ২০২০ | ১২:৩৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ফরহাদ হোসাইন (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার তিনি মারা যান। তিনি নগরের বায়েজিদ থানাধীন টেক্সটাইল এলাকার আব্দুস সালেহ এর ছেলে।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মো. শফিকুল ইসলাম জানান, করোনাভাইরাসে আক্রান্ত চিকিৎসাধীন ফরহাদ হোসাইন নামে এক রোগীর মৃত্যু হয়েছে। পরীক্ষার ফলাফলে করোনা শনাক্ত হওয়ার পর কয়েকদিন আগে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৮৯ জনের মৃত্যু হয়েছে।
এদিকে চট্টগ্রামের বোয়ালখালীতে করোনা সন্দেহে ছাদ থেকে লাফ দিয়ে সুমন দেওয়ানজী (৩৬) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছে বলে জানা গেছে। শনিবার চট্টগ্রামের বোয়ালখালীর জলিল আম্বিয়া কলেজের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সুমন বোয়ালখালীর হরি চৌকিদার বাড়ির টুন্টু দেওয়ানজীর ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মৃণাল কান্তি জানান, গত শুক্রবার রাতে সুমন তার স্ত্রীকে জানায় সে করোনায় আক্রান্ত। বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তারা শনিবার তাকে করোনা পরীক্ষা করার জন্য বলে। শনিবার সকালে জলিল আম্বিয়া কলেজের নতুন ভবনের পঞ্চম তলায় উঠে রাস্তার ওপর লাফ দিয়ে আত্মহত্যা করে সে। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। সুমন তিনকন্যার জনক।
বোয়ালখালী থানার উপ-পরিদর্শক আরিফুর রহমান বলেন, স্থানীয়দের কাছ থেকে শুনেছি সুমন লাফ দিয়ে আত্মহত্যা করেছেন।