ঢাকা শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

দৌলতদিয়ায় হকারের লাথিতে অপর হকারের মৃত্যু

দৌলতদিয়ায় হকারের লাথিতে অপর হকারের মৃত্যু

ফাইল ছবি

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪ | ১৭:১৯

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় হকারের লাথিতে কেসমত শেখ (৪৬) নামে অপর এক হকার নিহত হয়েছেন। শনিবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন তাঁর মৃত্যু ঘটে। নিহত কেসমত শেখ দৌলতদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড তাহের কাজীর পাড়া মৃত ভাসান শেখের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর দুপুরে দৌলতদিয়া ৪ নম্বর ফেরিঘাটে হকার কেসমত শেখ ও হকার জীবন ফকির বাগ্‌বিতণ্ডা থেকে মারামারিতে লিপ্ত হন। জীবন একপর্যায়ে কেসমতের পেটে লাথি মারলে কেসমত মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ফরিদপুর মেডিকেল কলেজে অবস্থার অবনতি ঘটলে চিকিৎসক কেসমতকে ঢাকায় রেফার করেন। রাজধানীর শ্যামলী সিটি কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন শনিবার তাঁর মৃত্যু ঘটে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, নিহত হকারের মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জীবন ফকিরকে আসামি করে থানায় হত্যা মামলা করেছে পরিবার। 
 

আরও পড়ুন

×