ঢাকা মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

ভারতের সঙ্গে চুক্তি

পানির ন্যায্য হিস্যা দাবিতে রাবিতে বিক্ষোভ সমাবেশ

পানির ন্যায্য হিস্যা দাবিতে রাবিতে বিক্ষোভ সমাবেশ

ছবি-সংগৃহীত

রাবি প্রতিনিধি 

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪ | ১৯:৩১

ভারতের সঙ্গে পানি চুক্তির ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ সমাবেশ হয়েছে। ‘রংপুর বিভাগের শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে সোমবার বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি এবং গজলডোবা বাঁধ খুলে দেওয়ার প্রতিবাদ জানান।‌

সমাবেশে শিক্ষার্থীরা ‘এক দফা এক দাবি, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সময়ের দাবি’, ‘উত্তরবঙ্গে বন্যা হলে বাংলাদেশ তুমি অন্ধ কেন’, ‘ত্রাণ নয় স্থায়ী সমাধান চাই’ ইত্যাদি স্লোগান লেখাসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

এ সময় রাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মেহেদী সজীব বলেন, আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যা যদি ভারত না দেয়, প্রয়োজনে আমরা আন্তর্জাতিক আদালতে যাব। ভারত গজলডোবা বাঁধ খুলে দেওয়ার কারণে তিস্তাসহ আশপাশের অঞ্চল প্লাবিত হয়েছে। ওই অঞ্চলের মানুষ জীবনযাপনের ন্যূনতম অধিকারটুকুও হারিয়েছে। উত্তরবঙ্গের জনগণ কোনো সাহায্য-অনুদান চায় না। তারা এ সমস্যার যৌক্তিক সমাধান চায়।

গণিত বিভাগের শিক্ষার্থী মো. আলমগীর বলেন, বন্যা হলে সাময়িক ত্রাণ দিয়ে আমাদের সান্ত্বনা দেওয়া হয়। জাতীয় বাজেটেও উত্তরবঙ্গকে অবহেলা করা হয়। আমরা এ ধরনের বৈষম্য চাই না। আমরা অতি দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চাই। খরার সময় আমরা পানি পাই না, আবার বন্যার সময় হাজার হাজার একর জমি প্লাবিত হচ্ছে।

এ সময় রাবির বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×