ফয়’স লেকের রাইডে কাটল শিশুর আঙুল
কনকর্ডের মালিকসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা

ফাইল ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪ | ২০:৫২
চট্টগ্রাম নগরীর বিনোদন কেন্দ্র ফয়’স লেক ও সি-ওয়ার্ল্ডের চেয়ারম্যান-এমডিসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে নালিশি মামলা হয়েছে। সোমবার চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন রাইডে আঙুল হারানো শিশু সাজ্জাদ হোসেন জয়ের মা সখিনা বেগম।
মামলায় রাইড দুর্ঘটনায় জয়ের অঙ্গহানির পর ক্ষতিপূরণ না দিয়ে উল্টো পরিবারের সদস্যদের প্রাণনাশ ও গুমের হুমকির অভিযোগ আনা হয়।
অভিযুক্তরা হলেন, ঢাকার গুলশানের কনকর্ড সেন্টারের ফয়’স লেক কনকর্ড, প্রতিষ্ঠানের চেয়ারম্যান এস এম কামাল উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার কামাল, মোহাম্মদ সাজ্জাদ ও উপব্যবস্থাপনা পরিচালক এনামুল হক।
বাদীর আইনজীবী গোলাম মাওলা মুরাদ জানান, ফয়’স লেক ও কনকর্ড সি-ওয়ার্ল্ডে রাইডে চড়তে গিয়ে কর্তৃপক্ষের গাফিলতিতে ২০২৩ সালের ২২ ফেব্রুয়ারি বাদীর সন্তান আঙুল হারায়। কর্তৃপক্ষ তার চিকিৎসার আশ্বাস দিলেও করেনি। উল্টো বিভিন্ন হুমকিধমকি দেয়। আদালত মামলার অভিযোগ আমলে নিয়ে সিআইডিকে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা দিয়ে তদন্ত করি প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন।