ঢাকা সোমবার, ১৪ জুলাই ২০২৫

সড়কে ঝরল দু্ই প্রাণ 

সড়কে ঝরল দু্ই প্রাণ 

ফাইল ছবি

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪ | ২০:৫৩

দিনাজপুরের ঘোড়াঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা রিকশাভ্যানের ওপর মালবোঝাই কাভার্ডভ্যান উঠে যাওয়ায় ২ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন ৩ জন। পুলিশ ঘাতক কাভার্ডভ্যান ও তার চালককে আটক করেছে। 

গতকাল সোমবার ভোর ৭টার দিকে দিনাজপুর-ঢাকা মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন– রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমারপুর চত্বরা গ্রামের আব্দুল গোফফার ও দিনাজপুরের বিরামপুর উপজেলার কোচগ্রামের আনোয়ার হোসেন। 

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক জানান, এ ঘটনায় কাভার্ডভ্যানচালক সিদ্দিককে আটক করা হয়েছে। তার বাড়ি দিনাজপুর শহরের রামনগর এলাকায়। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। 
 

আরও পড়ুন

×