ঢাকা বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

বাউফলে করোনায় বৃদ্ধের মৃত্যু

বাউফলে করোনায় বৃদ্ধের মৃত্যু

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুন ২০২০ | ২৩:২০ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পটুয়াখালীর বাউফল উপজেলায় আব্দুস ছত্তার (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রোববার সকালে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা।

আব্দুস ছত্তার বাউফল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের সাবেক স্টোরকিপার। পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে তিনি থাকতেন।

প্রশান্ত কুমার সাহা জানান, আব্দুস ছত্তার করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার পরিবারের লোকজনের নমুনা সংগ্রহ করে পরিবারকে লকডাউনে রাখা হয়েছে।

আরও পড়ুন

×