পটুয়াখালীতে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু
-samakal-5edc7d5f2aa5c.jpg)
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ০৬ জুন ২০২০ | ২৩:৩৮ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
পটুয়াখালীর বাউফলে করোনার উপসর্গ নিয়ে আবদুস সাত্তার (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল সাড়ে ৭টায় তিনি মারা যান। আবদুস সাত্তার ছিলেন বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবসরপ্রাপ্ত স্টোর কিপার।
মৃত্যুর পর তার নমুনা সংগ্রহে পরিবারের সদস্যরা বাধা দেয়। পরে পুলিশের সহযোগিতায় মৃতদেহের নমুনা সংগ্রহ করা হয়।
এদিকে পটুয়াখালীতে গত ২৪ ঘণ্টায় নতুন আরও তিনজনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এদের মধ্যে পটুয়াখালী সদরে পুলিশের দুই সদস্য এবং দশমিনা উপজেলায় এক যুবকের দেহে করোনা শনাক্ত হয়। এ নিয়ে পটুয়াখালী জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৮ জনে। এর মধ্যে চারজন মারা গেছেন, ২৯ জন সুস্থ হয়েছে এবং বর্তমানে ৪৬ জন আক্রান্ত রয়েছে।
পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাংগীর আলম শিপন জানান, নতুন আরও তিনজনসহ জেলায় মোট ৭৮ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে চারজন মারা গেছে, সুস্থ হয়েছে ২৮ জন এবং এখনও আক্রান্ত আছে ৪৬ জন। বর্তমানে ওইসব আক্রান্তদের মধ্যে পটুয়াখালী সদর উপজেলায় ২৫ জন, বাউফলে ১১ জন, কলাপাড়ায় ৪ জন, দুমকি, দশমিনা ও মির্জাগঞ্জে দুইজন করে রয়েছে।