ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

সিভাসু থেকেই ভিসি নিয়োগে কমপ্লিট শাটডাউন পালন

সিভাসু থেকেই ভিসি নিয়োগে কমপ্লিট শাটডাউন পালন

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪ | ২০:২৩

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) থেকে উপাচার্য নিয়োগের দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি করেছেন শিক্ষার্থীরা। এতে রোববার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্থবির ছিল।

আন্দোলনকারীরা ৪৮ ঘণ্টার মধ্যে উপাচার্য নিয়োগের সময় বেঁধে দেন। তারা বলেন, আমরা ফ্যাসিবাদী আওয়ামী লীগের সঙ্গে যুক্ত কাউকে বিশ্ববিদ্যালয়ের অভিভাবক চাই না। বাইরে থেকে চাপিয়ে দেওয়া উপাচার্য মানা হবে না। দাবি পূরণ না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

উদ্ভূত পরিস্থিতিতে গতকাল ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মো. কামাল আন্দোলনকারী ও সংশ্লিষ্টদের সঙ্গে জরুরি বৈঠক করেন। সেখানে শিক্ষার সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে জ্যেষ্ঠ অধ্যাপকদের মধ্য থেকে নতুন উপাচার্য নিয়োগের পরামর্শ দেন শিক্ষকরা। সরকার এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। এ ছাড়া আগামী ২৫ অক্টোবরের কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা নিয়েও আলোচনা হয়।

বৈঠকে অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, হল প্রাধ্যক্ষ, পরিচালক (ছাত্রকল্যাণ), প্রক্টরসহ জ্যেষ্ঠ শিক্ষকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×