গোপালগঞ্জে বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

নিহতের খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। ছবি: সমকাল
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪ | ১৬:১৫
গোপালগঞ্জে বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের চালক শিবু সরকার (৪০) নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মান্দারতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলের আরেক আরোহী স্বপন বিশ্বাস আহত হন।
নিহত শিবুর বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী গ্রামে। তার বাবার নাম অভিমন্যু সরকার।
গোপালগঞ্জ সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শ.ম আরিফুর হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত একজনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী অজ্ঞাত বাসটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক শিবু সরকার নিহত হন। অপর আরোহী আহত হন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ সাজেদুর রহমান জানান, লাশটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
- বিষয় :
- গোপালগঞ্জ
- সড়ক দুর্ঘটনা
- সড়কে মৃত্যু