চুনারুঘাটে প্রতিবন্ধীর গলাকাটা মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৪ | ১৯:০৪
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রেমা চা বাগানে জালাল মিয়া (৫০) নামে এক শারীরিক প্রতিবন্ধীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত জালাল মিয়া গাজীপুর ইউনিয়নের চেগানগর এলাকার মৃত রুসমত আলীর ছেলে।
বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে রেমা চা বাগানের ১ নং লাইনের দোকান ঘরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শারীরিক প্রতিবন্ধী জালাল মিয়া তার বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরে উপজেলার রেমা চা বাগানের ১ নং লাইনে দীর্ঘদিন থেকে ব্যবসা ও বসবাস করে আসছেন। বৃহস্পতিবার রাতে ব্যবসা শেষে তিনি দোকানে ঘুমিয়ে পড়েন। শুক্রবার সকালে স্থানীয় লোকজন দোকানে কেনাকাটা করতে গেলে দোকানে তার গলাকাটা মরদেহ দেখতে পায়।
পরে স্থানীয়রা পুলিশের খবর দিলে পুলিশ ও ইউপি চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেন। এ সময় দোকানের ক্যাশের একটি ড্রয়ার ভাঙা পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, দুষ্কৃতিকারীরা ড্রয়ারের টাকা লুট করার সময় জালাল মিয়া বাধা দিলে তাকে হত্যা করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চুনারুঘাট থানার ওসি কবির হোসেন শুক্রবার বিকেলে জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। অপরাধী সনাক্তের জন্য গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। এছাড়া ময়নাতদন্তের জন্য শুক্রবার বিকেলে মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
- বিষয় :
- গলাকেটে হত্যা
- প্রতিবন্ধী
- চুনারুঘাট
- হবিগঞ্জ