ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

অনুমোদন ২৪২০, ভারতে ইলিশ গেল ৫৩২ টন

অনুমোদন ২৪২০, ভারতে ইলিশ গেল ৫৩২ টন

ফাইল ছবি

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৪ | ১৬:৪৪ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৪ | ১৬:৪৯

বাংলাদেশ সরকারের ২ হাজার ৪৫০ টন ইলিশ পাঠানোর ঘোষণার বিপরীতে যশোরের বেনাপোল বন্দর দিয়ে ভারতে সর্বমোট ৫৩৩ টন ইলিশ রপ্তানি হয়েছে। এছাড়া সময় স্বল্পতা, ইলিশ সংকট ও মূল্যবৃদ্ধির কারণে ২৯টি রপ্তানিকারক প্রতিষ্ঠান ইলিশ রপ্তানি করেনি। ফলে এবার অনুমোদনের ২২ শতাংশ ইলিশ পাঠাতে পেরেছেন রপ্তানিকারকরা। 

গতকাল শনিবার বেনাপোল ফিশারিজ কোয়ারেন্টাইন অফিসার মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২৫ সেপ্টেম্বর ৪৯টি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে ২ হাজার ৪২০ টন ইলিশ রপ্তানির জন্য অনুমোদন দেয় বাণিজ্য মন্ত্রণালয়। ২৬ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত ৫৩৩ মেট্রিক টন ইলিশ রপ্তানি হয়েছে। যার মূল্য ৫৩ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় ৬৩ কোটি ৯৬ লাখ।

ইলিশ রপ্তানিকারক প্রতিষ্ঠান সততা ফিসের রেজাউল করিম বলেন, সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার বেনাপোল থেকে সড়ক পথে ভারতে সব ধরনের পণ্য রপ্তানি বন্ধ থাকে। শনিবার খোলা থাকে। রোববার সাপ্তাহিক ছুটি থাকায় আমদানি বন্ধ রাখে ভারত। সপ্তাহের এই ২দিন বাদ দিলে ২৬ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত মাত্র ১২ দিন ভারতে ইলিশ রপ্তানি হয়েছে। বাজারে ইলিশ সংকট ও মূল্য বৃদ্ধি পাওয়ায় অনেকেই ইলিশ রপ্তানি করতে পারেনি। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ১০ মার্কিন ডলার যা বাংলাদেশি ১১৮০ টাকা হয়। কিন্তু বাজারে ১৮০০ টাকার নিচে ইলিশ কেনা যায়নি। বাজারে ইলিশের সংকট তো আছেই। 

বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) রাশেদুল সজীব নাজির বলেন, ইলিশ রপ্তানির অনুমোদন পাওয়া ৪৯টি প্রতিষ্ঠানের মধ্যে ২০টি প্রতিষ্ঠান রপ্তানি করতে পেরেছে।

আরও পড়ুন

×