খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামান র্যাবের হাতে ধরা

ছবি- সমকাল
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৪ | ১৩:৪১
খুলনা-৬ আসনের (কয়রা-পাইকগাছা) সাবেক সংসদ মো. রশীদুজ্জামানকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (১৬ অক্টোবর) ভোরে পটুয়াখালী জেলার মহিপুর এলাকায় র্যাব-৬ ও র্যাব-৮ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস সাংবাদিকদের জানান, সহিংসতা ও বিস্ফোরকদ্রব্যের তিন মামলায় এজাহারভুক্ত আসামি খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামান মোড়লকে গ্রেপ্তার করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন মো. রশীদুজ্জামান মোড়ল। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারত পালিয়ে যাওয়ার পর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলে সংসদ সদস্য পদ হারান রশীদুজ্জামান মোড়ল।
- বিষয় :
- গ্রেপ্তার
- র্যাব
- সংসদ সদস্য