ঢাকা বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

যেভাবে গ্রেপ্তার হলেন চসিকের সাবেক কাউন্সিলর ডিউক

যেভাবে গ্রেপ্তার হলেন চসিকের সাবেক কাউন্সিলর ডিউক

নাজমুল হক ডিউক

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪ | ০০:৫৯

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সদ্য সাবেক কাউন্সিলর নাজমুল হক ডিউককে খুলনা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকালে খুলনা নগরের তেলিগাতি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নাজমুল হক ডিউক নগরের ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। উত্তর আগ্রাবাদ ওয়ার্ড আওয়ামী লীগেরও যুগ্ম সাধারণ সম্পাদক তিনি। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা হয়েছে।

খুলনার খানজাহান আলী থানার ওসি কবির হোসেন জানান, সোমবার সকালে নগরের তেলিগাতি বাজার থেকে নাজমুল হক ডিউককে গ্রেপ্তার করা হয়। পরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি টিমের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ জানায়, গত রোববার তার সন্তানের ওরিয়েন্টেশন ক্লাস উপলক্ষে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে যান নাজমুল হক ডিউক। সেখান থেকে তিনি খুলনা নগরে আসেন। খবর পেয়ে খানজাহান আলী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।

সিএমপির অতিরিক্ত উপ কমিশনার কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, সাবেক কাউন্সিলর নাজমুল হক ডিউককে খুলনা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে চট্টগ্রামে নিয়ে আসা হচ্ছে।

আরও পড়ুন

×