রংপুরে নুরুল হক নুর
নতুন বাংলাদেশ গড়তে দরকার তরুণদের নেতৃত্ব
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪ | ১৯:০৭ | আপডেট: ০৮ নভেম্বর ২০২৪ | ২২:৪৫
নতুন বাংলাদেশ গড়তে হলে তরুণদের নেতৃত্বে আসা দরকার বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেন, তরুণরা যুগে যুগে জীবন দিয়েছে, আত্মত্যাগ করেছে কিন্তু পরবর্তী সময়ে তাদের আত্মত্যাগের সুফল আমরা পাইনি। ফলে আমরা চাই গণঅভ্যুত্থান পরবর্তী তরুণরা সমাজ ও রাষ্ট্রের নেতৃত্ব পর্যায়ে আসুক। তরুণদের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ পরিচালিত হোক।
শুক্রবার বিকেলে আবু সাঈদের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে কুশলাদি বিনিময়ে পীরগঞ্জের বাবনপুরে আসেন নুরুল হক নুর। কবর জিয়ারতের পর তিনি এসব কথা বলেন।
নুর বলেন, আবু সাঈদের পরিবারের যে স্পিরিট, সেটা আমাদের রাজনীতিরও স্পিরিট। ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্যদিয়ে যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশে যেন নতুন করে কেউ ফ্যাসিস্ট বা স্বৈরাচারী হয়ে না উঠতে পারে। আওয়ামী লীগের মতো নয়, আমরা সকলকে নিয়ে একটি সহনশীল রাজনীতির পরিবেশ, সামাজিক পরিবেশ তৈরি করতে চাই।
গণঅধিকার পরিষদ সভাপতি আরও বলেন, অবহেলিত রংপুরবাসী বিশেষ করে আবু সাঈদের পরিবার প্রত্যাশা ছিল, শহীদ আবু সাঈদের নামে এ অঞ্চলে যেন কোনো একটি প্রতিষ্ঠান করা হয়। যে প্রতিষ্ঠানের মাধ্যমে মানুষ সেবা পাবে, যেখানে মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই- আবু সাঈদের স্মৃতি অম্লান রাখতে পদক্ষেপ নিন। আবু সাঈদের নামটি যেন মানুষের মনে জ্বলজ্বল করে ভাসে সে লক্ষ্যে তার পরিবারের সঙ্গে আলাপ-আলোচনা করে গণঅধিকার পরিষদও উদ্যোগ গ্রহণ করবে।
এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, ছাত্রঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা, ১৮ সালের কোটা আন্দোলনের আহ্বায়ক হাসান আল মামুন প্রমুখ।
- বিষয় :
- আবু সাঈদ
- ভিপি নুর
- নুরুল হক নুর
- গণঅধিকার পরিষদ