খুলনায় ফারুক ওয়াসিফ
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা থাকলে দেশে গণতন্ত্র টিকে থাকত

প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেন পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ। ছবি: সমকাল
খুলনা ব্যুরো
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪ | ২০:৪৯
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেছেন, দেশে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা থাকলে গণতন্ত্র টিকে থাকত। কিন্তু গত সাড়ে ১৫ বছরে তা ছিল না। তিনি বলেন, সাংবাদিকতার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে এগিয়ে নিতে হবে গণতন্ত্রকে।
শুক্রবার খুলনা জেলার সাংবাদিকদের জন্য ‘সংবাদ প্রতিবেদন ও বয়ান’ শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠানের সমাপনীতে সভাপ্রধানের বক্তব্যে তিনি এসব কথা বলেন। খুলনা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে তিনব্যাপী এই প্রশিক্ষণের আয়োজন করে পিআইবি।
ফারুক ওয়াসিফ বলেন, গত সাড়ে ১৫ বছরে রাষ্ট্রের অন্যান্য স্তম্ভের মতো গণমাধ্যমকেও দলবাজ, দুর্নীতিবাজরা গ্রাস করেছিল। যারা ক্ষমতাধরদের সঙ্গে দেশের বিরুদ্ধে দাঁড়িয়েছিল।
তিনি বলেন, ১৯৭১ সালে ৯ মাসের মুক্তিযুদ্ধে চারজন সাংবাদিক শহীদ হয়েছিলেন। আর আগস্টের প্রথম ৪ দিনেই ৫ জন সাংবাদিককে হত্যা করা হয়। গত সাড়ে ১৫ বছরে হত্যার শিকার হয়েছেন ৩০ সাংবাদিক। দেড় হাজার সাংবাদিকের বিরুদ্ধে মামলা ও নির্যাতন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. হারুনর রশীদ খান। বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো. আনিসুজ্জামান ও খুলনা প্রেস ক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল। প্রশিক্ষণে খুলনা জেলার ৩৫ জন সাংবাদিক অংশ নেন। সমাপনী অনুষ্ঠানে সবাইকে সনদপত্র দেওয়া হয়। পিআইবি মহাপরিচালক পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।