ক্যান্সারের বিরুদ্ধে লড়তে সহায়তা চান মাহমুদ আলী

কারি মাওলানা মাহমুদ আলী
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪ | ২৩:১৭
মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত তিন সন্তানের জনক কারি মাওলানা মাহমুদ আলী বাঁচতে চান। তিনি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের রাজারগাঁও (আজারীপাড়া) গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে।
মাহমুদ আলী দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের খামিছ স্তরের একজন সুদক্ষ কারি। দীর্ঘদিন ধরে মসজিদে ইমামতি করে তিনি পরিবার নিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। সর্বশেষ তিনি ছাতক পৌর শহরের লেবারপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব ছিলেন।
দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যায় ভুগছেন মাহমুদ আলী। অর্থের অভাবে ঠিকভাবে চিকিৎসা করাতে পারেননি। বিভিন্ন পর্যায়ের হৃদয়বান ব্যক্তিদের সহায়তায় ছয় মাস আগে সিলেটের মাউন্ড এডোরা হাসপাতালের চিকিৎসক আবদুল আলিমের মাধ্যমে তাঁর বাঁ পাশের কিডনি অপসারণ করা হয়। অপারেশনের চার মাসের মাথায় ওই ক্ষতস্থান থেকে ছড়িয়ে পড়ে ক্যান্সার। চিকিৎসার জন্য নগরীর নর্থইস্ট মেডিকেলের সহযোগী অধ্যাপক মুখলেছুর রহমানের কাছে গেলে তিনি মাহমুদ আলীর ক্যান্সারে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
মাওলানা মাহমুদ আলী জানান, মরণব্যাধি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে দুই মাস ধরে মসজিদ থেকে ছুটি নিয়ে বাড়িতে অবস্থান করছেন তিনি। শারীরিক অবস্থার অবনতির কারণে চলাফেরা করতে কষ্ট হচ্ছে। উপার্জন না থাকায় পরিবারে নেমে এসেছে অভাব। তবে তিনি ক্যান্সারের বিরুদ্ধে লড়তে চান। আবার সুন্দরভাবে বাঁচতে চান। আর সেজন্য বিত্তবান ও সুশীল সমাজের সহায়তা চান।
তাঁর অভিযোগ, ডায়াগনস্টিক সেন্টারের ভুল রিপোর্ট এবং সেই অনুসারে নেওয়া ভুল চিকিৎসায় তাঁর এই অবস্থা। বাঁ পাশের কিডনি অপসারণের সময় সেখানে জীবাণু থেকে যায়। সেখান থেকেই ক্যান্সার সৃষ্টি হয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে তাঁর। শয্যাশায়ী মাহমুদ এখন শরীরের যন্ত্রণায় কাতরাচ্ছেন।
মাহমুদ আলীর তিন ছেলের মধ্যে বড় ছেলের বয়স মাত্র ১০ বছর। অর্থের অভাবে এখন চিকিৎসা চালিয়ে যাওয়া তাঁর পক্ষে অসম্ভব। নিরুপায় হয়ে তিনি সমাজের বিত্তবান ও সুশীল সমাজের হৃদয়বান মানুষের কাছে জীবন বাঁচানোর আকুতি জানান। সবার সহযোগিতায় সন্তান ও পরিবারের জন্য স্বাভাবিক জীবনে ফিরতে চান মাহমুদ। সুরেলা কণ্ঠে আজান দিতে চান। কাতারবদ্ধ মুসল্লিদের ইমামতি করতে চান। কান্নাভেজা চোখে এই কাতর আকুতিই জানান হতদরিদ্র এই অসুস্থ মাওলানা।
স্থানীয়রা জানান, সমাজের অনেক বিত্তশালী মানুষ আছেন যারা নিবেদিতভাবে নিম্নবিত্ত ও দরিদ্রদের পাশে দাঁড়ান নানা প্রয়োজনে। সবাই সহায়তার হাত বাড়িয়ে দিলে কারি মাহমুদ আলী সুস্থ জীবনে ফিরে আসতে পারবেন।
- বিষয় :
- ক্যান্সার