বগুড়ায় করোনার উপসর্গ নিয়ে কিশোরের মৃত্যু
প্রতীকী ছবি
বগুড়া ব্যুরো
প্রকাশ: ১২ জুন ২০২০ | ০৩:৫৪
বগুড়ায় করোনার উপসর্গ নিয়ে নাঈম নামে ১৪ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ১০টার দিকে করোনা আইসোলেশন ইউনিট মোহাম্মদ আলী হাসপাতালে তার মৃত্যু হয়।
তার বাড়ি জেলার কাহালু উপজেলার পালপাড়া এলাকায়।
বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা.শফিক আমিন কাজল জানান, নাঈম শ্বাসকষ্টে ভুগছিল। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তাকে মোহাম্মদ আলী হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার নমুনা সংগ্রহ করা হয়। শুক্রবার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
তিনি বলেন, যেহেতু নাঈমের করোনা উপসর্গ ছিল সে কারণে তার মরদেহ জীবাণুমুক্ত করে কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকদের সতায়তায় হাসপাতাল চত্বরে জানাজা শেষে দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
- বিষয় :
- করোনার উপসর্গ
- আইসোলেশন
- করোনাভাইরাস