ঢাকা সোমবার, ১৬ জুন ২০২৫

খুলনায় প্রাইভেটকার দুর্ঘটনায় যুবক নিহত

খুলনায় প্রাইভেটকার দুর্ঘটনায় যুবক নিহত

খুলনা ব্যুরো

প্রকাশ: ১২ জুন ২০২০ | ০৪:৪৯

খুলনা-মোংলা মহাসড়কে একটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার গাছের সঙ্গে ধাক্কা লেগে প্রসেনজিৎ আচার্য (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার দুপুর ১টাযর দিকে রূপসা উপজেলার কুদির বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রসেনজিৎ খুলনা নগরীর শীতলা বাড়ি মন্দিরের পুরোহিত বিকাশ আচার্যের ছেলে। তার বাড়ি নগরীর দোলখোলা এলাকায়।

ঘটনাস্থলে উপস্থিত রূপসার থানার এস আই শ্যামা প্রসাদ মন্ডল জানান, দুুপুরে প্রসেনজিৎ নিজেই প্রাইভেটকার চালিয়ে খুলনা থেকে বাগেরহাট যাচ্ছিলেন। কুদির বটতলা তার প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। গুরুতর আহত প্রসেনজিৎকে প্রথমে রূপসা সিএসএস হাসপাতাল, পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিছু সময় পর তিনি মারা যান।

আরও পড়ুন

×