কোটালীপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ পুকুরে, কলেজছাত্র নিহত
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১২ জুন ২০২০ | ০৫:০৭
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে গেলে সজল রায় (২০) নামের এক কলেজছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত ২টার দিকে উপজেলার কলাবাড়ি-গান্ধিয়াশুর সড়কের চকপুকুরিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সজল রায় কলাবাড়ি ইউনিয়নের রুথিয়ারপাড় গ্রামের অমল রায়ের ছেলে ও ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।
কলাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মাইকেল ওঝা বলেন, 'বৃহস্পতিবার রাত ২টার দিকে সজল ও তার বাবা অমল রায় নিজেদের পুকুরের মাছ ধরে পিকআপ করে বিক্রির জন্য বাড়ি থেকে ফরিদপুরের ভাঙ্গায় যাচ্ছিলেন। পথে পিকআপটি চকপুকুরিয়ায় গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়। এ সময় পিকআপের নিচে পড়ে ঘটনাস্থলেই সজলের মৃত্যু হয়।'
- বিষয় :
- সড়ক দুর্ঘটনা
- সড়কে মৃত্যু
- কোটালীপাড়া