ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

ছুরি দিয়ে ভাতিজার গলা কাটল চাচা

ছুরি দিয়ে ভাতিজার গলা কাটল চাচা

প্রতীকী ছবি

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪ | ০১:৪৮

চট্টগ্রামের পটিয়ায় ছুরি দিয়ে ভাতিজা রাসেলের গলা কেটে হত্যা করেছেন চাচা জালাল উদ্দিন (৪০)। শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে মরদেহ পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। 

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার রাত ১০টার দিকে রাসেল বাসায় আসেন রাসেল। এ সময় চাচা জালালের সাথে তোষক নিয়ে কথা কাটাকাটি হয় তার। একপর্যায়ে জালাল ক্ষিপ্ত হন। এ সময় রাসেলকে ছুরি দিয়ে গলা কেটে দেন তিনি। আহত অবস্থায় তাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

আরেক চাচা নাসির বলেন, ঘরে ঢুকে আমার ভাই জালাল ভাতিজা রাসেলকে চুরি দিয়ে গলা কাটেন। আমি তাকে হাসপাতালে নিয়ে আসি। ডাক্তার মৃত ঘোষণা করেছে। 

পটিয়া থানার ওসি আবু জয়েদ মুহাম্মদ নাজমুন নুর বলেন, আমরা ঘটনা স্থলে এসেছি এবং অভিযুক্তকে আটকে অভিযান চলছে।

whatsapp follow image

আরও পড়ুন

×