অটোরিকশা-ড্রাম ট্রাকের সংঘর্ষে নিহত ২
দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা। ছবি: সমকাল
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪ | ০২:০৮
সিরাজগঞ্জের শাহজাদপুরে সিএনজিচালিত অটোরিকশা-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ নিহত হয়েছেন। শনিবার বিকেল বগুড়া-নগরবাড়ী মহাসড়কে উপজেলার গাড়াদহ খেয়াঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার বনগ্রাম গ্রামের দুলাল হোসেনের ছেলে অটোচালক সুজন (২৮) ও কৈজুরি ইউনিয়নের লহিন্দাকান্দি গ্রামের মানিক চাঁদের ছেলে বাহাদুর আলী (২৭)।
সিরাজগঞ্জ হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেল তিনটার দিকে উপজেলার গাড়াদহ খেয়াঘাট এলাকায় শাহজাদপুর থেকে উল্লাপাড়াগামী অটোরিকশা ও বিপরীত দিক থেকে আসা ড্রাম ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হন।
এ ঘটনায় ঘাতক ড্রাম ট্রাকটি জব্দ করা হয়েছে বলে হাইওয়ে পুলিশের সার্জন মাসুদুর ফাহিম নিশ্চিত করেছেন।
- বিষয় :
- সিরাজগঞ্জ
- সড়ক দুর্ঘটনা
- নিহত দুই