‘অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন’
বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান। ছবি: সমকাল
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪ | ০২:১৩
অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান। শনিবার সকালে টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির অডিটোরিয়ামে জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
আহমেদ আযম খান বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ব্যর্থ হতে দিতে চাই না। যে গতিতে সরকার চলছে, সে গতি অনেক বাড়াতে হবে। বর্তমানে দেশের মানুষের চাওয়া অনুযায়ী আপনারা অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। সে রোডম্যাপ যেন অবশ্যই ৯ মাস বা এক বছরের বেশি সময় না যায়।’ তাঁর বক্তব্যে আরও বলেন, একটা দেশে যাওয়ার কারণে উপদেষ্টা আসিফ নজরুলকে হেনস্তার শিকার হতে হয়েছে- এ ধরনের ঘটনা দ্বিতীয়বার দেখতে চান না। এ জন্যই দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। নির্বাচনের মধ্য দিয়ে গঠিত একটি গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে সম্মানের সঙ্গে বিদায় নেওয়ার আহ্বান জানান তিনি।
এ সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ইসতিয়াক আজিজ উলফাত।
টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল খালেক মণ্ডলের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান। অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিঞা, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল প্রমুখ।
- বিষয় :
- টাঙ্গাইল
- বিএনপি
- নির্বাচন
- অন্তর্বর্তী সরকার