বাড়িতে মুরগি ঢোকা নিয়ে সংঘর্ষ, যুবককে কুপিয়ে খুন
প্রতীকী ছবি
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪ | ০২:১৭
শরীয়তপুরের জাজিরায় মুরগি ঘরে ঢোকা নিয়ে কথা কাটাকাটির জেরে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের সময় নজরুল মাদবর (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের বাবা লতিফ মাদবর এবং ছোট ভাই সুমন মাদবর। শুক্রবার জাজিরা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম আড়াচণ্ডী গ্রামে এ ঘটনা ঘটে।
শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নজরুল মাদবর মারা যান। আহত সুমন মাদবর বর্তমানে ঢামেক হাসপাতালে এবং লতিফ মাদবর জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয়রা জানান, নজরুল মাদবরের বাড়ির মুরগি শুক্রবার সকালে প্রতিবেশী বোরহান মাদবরের বাড়িতে ঢুকে পড়লে এ নিয়ে উভয় পরিবারের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এ সময় বোরহান মাদবর, আবু সালাম মাদবর, জলিল মাদবর, রাজন মাদবর ও মনু মাদবর ধারালো অস্ত্র নিয়ে নজরুল মাদবরকে কুপিয়ে আহত করে। লতিফ মাদবর ও ভাই সুমন ছাড়াতে গেলে তাদেরও কুপিয়ে আহত করা হয়। উভয় পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার উভয় পরিবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায়।
নিহতের স্ত্রী কল্পনা আক্তার বলেন, আমাদের বাড়ির মুরগির বাচ্চা বোরহান মাদবরের বাড়িতে গেলে সে আমার স্বামীকে ডেকে নিয়ে গালাগাল শুরু করে। এর প্রতিবাদ করার কারণে তারা আমার স্বামীকে কুপিয়েছে। আমি আমার স্বামী খুনের বিচার চাই।
জাজিরা থানার ওসি আল-আমিন বলেন, মুরগি নিয়ে বিবাদের জেরে মারামারির ঘটনা ঘটেছে। অভিযুক্তরা পলাতক। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন। অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।