ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রামে আমীর খসরু

বিএনপিকে যারা থামাতে গেছে, ধ্বংস হয়েছে তারাই

বিএনপিকে যারা থামাতে গেছে, ধ্বংস হয়েছে তারাই

আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪ | ০২:২৩

বিএনপিকে যারা যখনই থামাতে গেছে, তখনই তারা ধ্বংস হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বিএনপিকে থামানোর চেষ্টা করবেন না। বিএনপি নেতাকর্মীরা বিগত দিনে অনেক ত্যাগ স্বীকার করেছেন। প্রয়োজনে আবার ত্যাগ স্বীকার করতে আমরা রাজি আছি। 

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার চট্টগ্রাম নগরের বিপ্লব উদ্যানে কেন্দ্রীয় যুবদল আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি। সমাবেশ শেষে সেখান থেকে কালুরঘাট বেতার কেন্দ্র পর্যন্ত ‘যুব পদযাত্রা’ করে যুবদল। এতে বিএনপি ও বিভিন্ন অঙ্গ-ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মী অংশ নেন।

দেশের রাজনীতি কেমন হবে– সেই সিদ্ধান্ত জনগণ দেবে উল্লেখ করে আমীর খসরু বলেন, গণতন্ত্র কেউ কেড়ে নিতে পারবে না। কেউ বলে দিতে পারে না আগামী দিনের বাংলাদেশের রাজনীতি কী হবে? এ সিদ্ধান্ত দেবে জনগণ। এ সিদ্ধান্ত অন্য কেউ দেওয়ার কোনো সুযোগ নেই।

যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, নগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি প্রমুখ।

স্বাধীনতা পার্ককে জিয়া কমপ্লেক্স নামকরণের দাবি
চট্টগ্রামের স্বাধীনতা পার্ককে আবার ‘জিয়া কমপ্লেক্স’ নামকরণের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার নগরীর কালুরঘাট বেতার কেন্দ্রের সামনে যুবদল আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় ‘জিয়াউর রহমান বাংলাদেশের অস্তিত্বের সঙ্গে জড়িত’ বলে মন্তব্য করেন মুন্না।

whatsapp follow image

আরও পড়ুন

×