ঢাকা সোমবার, ১৬ জুন ২০২৫

লক্ষ্মীপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

লক্ষ্মীপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ১২ জুন ২০২০ | ০৬:৩৪

লক্ষ্মীপুর সদর উপজেলার গোপিনাথপুর এলাকায় এক স্কুলছাত্রীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম হিরামনি। সে পালেরহাট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। 

শুক্রবার বিকালে গোপিনাথপুরের আজিম উদ্দিন পাটোয়ারি বাড়ি থেকে স্কুলছাত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ক্যান্সারে আক্রান্ত বাবা হারুনুর রশিদের চিকিৎসার জন্য মা মেয়ে হিরামনিকে বাড়িতে রেখে ঢাকায় যান। এ সুযোগে তাকে বাড়িতে একা পেয়ে নির্যাতন শেষে শ্বাসরোধ করে হত্যা করা হয় । শুক্রবার বিকালে বাড়িতে হিরামনির লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে হিরামনির লাশ উদ্ধার করে পুলিশ।

লক্ষ্মীপুর সদর থানার ওসি (তদন্ত) মো : মোছলেহ্ধসঢ়; উদ্দিন জানান, ওই স্কুলছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।  বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

×