ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

কাশিমপুরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪

কাশিমপুরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪

প্রতীকী ছবি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪ | ১৫:৪৫ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৪ | ১৫:৫৪

গাজীপুরের কাশেমপুর মেট্রো থানার বাগবাড়ি এলাকায় শনিবার রাতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারীসহ চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছে।

দগ্ধরা হলেন- মো. তানজিল (২২), মো. রাব্বি (২০), মো. সামসুল হক (৬৫) ও রোজিনা হক (৪৯)।

ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান  জানান, গাজীপুর থেকে মধ্যরাতে চারজন দগ্ধ হয়ে আমাদের এখানে এসেছেন। তাদের মধ্যে তানজিলের ৩০ শতাংশ পুড়ে গেছে, রাব্বির ২৩ শতাংশ পুড়েছে, সামসুলের ৫ শতাংশ ও রোজিনার ৩ শতাংশ শরীর পুড়ে গেছে। 

তিনি আরও জানান, দগ্ধ চারজনের মধ্যে দু’জনকে ভর্তি করা হয়েছে এবং অপর দু’জনকে জরুরি বিভাগে অবজারভেশনে রাখা হয়েছে বলেও জানান এই চিকিৎসক।

whatsapp follow image

আরও পড়ুন

×