ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

অতিরিক্ত মদপানে তরুণের মৃত্যু

অতিরিক্ত মদপানে তরুণের মৃত্যু

প্রতীকী ছবি

লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪ | ১৬:৩৫

নাটোরের লালপুরে অতিরিক্ত মদপানে সামিউল ইসলাম (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি উপজেলার জোতদৈবকী গ্রামের মোহাম্মদ এতিমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে লালপুরের বিলমাড়িয়া চরে কয়েকজন বন্ধু মিলে মদপান করেন। এর মধ্যে সামিউল ইসলাম অসুস্থ হয়ে পড়েন। স্বজনরা বিষয়টি টের পেয়ে তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সামিউলের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় তিনি মারা যান।

লালপুর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, অতিরিক্ত মদপানে রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় সামিউলের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

whatsapp follow image

আরও পড়ুন

×