জমি নিয়ে বিরোধে ৩ জনকে পিটিয়ে জখম
ছবি: প্রতীকী
বেতাগী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪ | ১৭:১৪
বরগুনার বেতাগীতে জমি নিয়ে বিরোধের জেরে তিনজনকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। জরুরি সেবার ফোন পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে। পরে স্বজনরা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ বিষয়ে শনিবার রাতে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
অভিযোগ থেকে জানা গেছে, বিবিচিনি ইউনিয়নের ফুলতলা গ্রামের আ. হামেদ হাওলাদারের সঙ্গে ১ একর ৮৬ শতাংশ জমি নিয়ে সেলিম হাওলাদারের পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে আদালতে মামলা চলছে। শনিবার আদালত থেকে সমন এলে সেলিম হাওলাদের লোকজন ক্ষিপ্ত হয়। বেলা ২টার দিকে তাঁর নেতৃত্বে আব্দুল মন্নান, মো. হাসান, আমীর হোসেন, মো. কামাল, মো. শহীদ হাওলাদার, আব্দুস সত্তারসহ ৬ থেকে ১০ জন লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামেদের ওপর হামলা চালায়। তাঁকে এলোপাতাড়ি পেটাতে শুরু করে। দৌড়ে ঘরে ঢুকে আত্মরক্ষার চেষ্টা করলে হামলাকারীরা সেখান থেকে টেনেহিঁচড়ে বের করে আনে। এতে বাধা দিলে তাঁর স্ত্রী রাশিদা বেগমকেও মারধর করে ঘরে থাকা ধান বিক্রির ৩০ হাজার টাকা নিয়ে যায়। তাদের মারধরে হামেদের বাম পায়ের গোড়ালি ভেঙে গেছে।
ফোনে হামলার বিষয়টি হামেদের ছেলে মনির হোসেন ও জামাল হাওলাদারকে জানানো হয়। তারা বাড়ি ফেরার পথে ফুলতলা বাজারের মুনসুর আলী চৌকিদারের মুদি দোকানের সামনে এলে সেলিমের লোকজন জামাল হাওলাদারকে পিটিয়ে জখম করে। এ সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯তে ফোন করলে বেতাগী থানা পুলিশ এসে তাদের উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রোববার সকালে হামেদ হাওলাদারকে বরিশালে পাঠানো হয়। এ বিষয়ে কথা বলতে সেলিম হাওলাদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মারধরের অভিযোগ অস্বীকার করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এমাদুল হক জানান, মামলা হয়েছে। অভিযোগ তদন্ত করে আইনি পদক্ষেপ নেওয়া হবে।