রুহুল কবির রিজভী
ভারতের সংবাদমাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ছবি
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪ | ১৯:৩৫
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারতের সংবাদমাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে নানা অপ্রপ্রচার চালাচ্ছে। একটি স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে স্বীকার করলে তারা এ ধরনের অপ্রপচার চালাতো না।
আজ রোববার দুপুরে লালমনিরহাটের বড়বাড়িতে শহীদ জিয়া স্মৃতি টুর্নামেন্টের ফুটবল খেলা দেখতে এসে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এ কথা বলেন। ভারতের সংবাদমাধ্যমে উদ্দেশে তিনি বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়াতে তারা যেন শোকাভূত, গভীর শোকে আচ্ছন্ন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। জেলা বিএনপির উদ্যোগে ২০১৫ সাল থেকে শুরু হওয়া এ ফুটবল টুর্নামেন্টের ষষ্ঠ আয়োজন এটি।
অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, আবহমানকাল থেকে দেশে হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের মানুষজন মিলে মিশে বাস করে। ভারত পরিকল্পিতভাবে তা নষ্ট করছে।
তিনি বলেন, বিচার বহির্ভূত হত্যা, গুম ও আবু সাইদসহ দুই হাজারের বেশি তরুণের প্রাণের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশে শেখ হাসিনাকে ফেরাতে ভারত চক্রান্ত করছে।
রিজভী আরও বলেন, গণতান্ত্রিক আন্দোলনের ফসল এই সরকার। সব গণতান্ত্রিক দল এই অন্তবর্তী সরকারকে সমর্থন দিয়েছে।
রংপুর বিভাগের ৮ জেলা, রংপুর মহানগর সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির ফুটবল দল এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে। গত ১২ নভেম্বর এ টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
- বিষয় :
- লালমনিরহাট
- বিএনপি
- রুহুল কবির রিজভী
- ভারত