ড. কলিমুল্লাহকে নিয়ে ববিতে অসন্তোষ
ফাইল ছবি
বরিশাল ব্যুরো
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪ | ২০:৫৫
জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদের (জানিপপ) চেয়ারম্যান ড. নাজমুল আহসান কলিমুল্লাহকে নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসন্তোষ দেখা দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের সব কমিটি থেকে তাঁকে অব্যাহতি দেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা। কলিমুল্লাহকে আওয়ামী লীগ সরকারের দোসর আখ্যা দিয়ে ক্যাম্পাসে না আনার জন্য রোবাবর উপাচার্যকে লিখিতভাবে জানিয়েছেন তারা।
জানা গেছে, ড. কলিমুল্লাহ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের চাকরিকাল গণনা সংক্রান্ত কমিটি, একাডেমিক কমিটি এবং পরীক্ষা কমিটির সদস্য। উপাচার্য ড. শুচিতা শারমিন এসব পদে তাঁকে অন্তর্ভুক্ত করেছেন। ড. শুচিতাও জানিপপের সঙ্গে কাজ করেছেন। আগামী ২০ নভেম্বর ড. কলিমুল্লাহ বিশ্ববিদ্যালয়ে আসছেন– এমন খবর চাউর হলে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাদের একাংশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সঞ্জয় সরকার বলেন, ড. কলিমুল্লাহর জানিপপ আওয়ামী লীগ সরকারের অবৈধ নির্বাচনগুলোর বৈধতা দিয়েছে। এমন বিতর্কিত ব্যক্তিকে ক্যাম্পাসে আসতে দেওয়া ছাত্র-জনতার অভ্যুত্থানের আদর্শের বিপরীত হবে।
রেজিস্ট্রার মনিরুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা গতকাল ড. কলিমুল্লাহকে সব কমিটি থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়ে উপাচার্যকে চিঠি দিয়েছেন। তবে উপ-উপাচার্য ড. গোলাম রব্বানী বলেন, ড. কলিমুল্লাহ ২০ নভেম্বর আসছেন কিনা তিনি নিশ্চিত করে জানেন না। এ বিষয়ে জানতে উপাচার্যকে ফোন দেওয়া হলেও তিনি সাড়া দেননি।
- বিষয় :
- বরিশাল বিশ্ববিদ্যালয়
- উপাচার্য