ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

নির্ভীক সাংবাদিক গৌতম দাসের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি

নির্ভীক সাংবাদিক গৌতম দাসের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি

ছবি: সমকাল

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪ | ২০:৫৭

সন্ত্রাসীদের হাতে নিহত নির্ভীক সাংবাদিক ও সমকালের নিজস্ব প্রতিবেদক গৌতম দাসের ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে রোববার। এ উপলক্ষে সকাল ১০টায় ভাঙ্গা পৌরসভার চন্ডীদাসদী গ্রামে গৌতম দাসের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এতে অংশগ্রহণ করেন ভাঙ্গা ও ফরিদপুরের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা ও সাংবাদিক। এ ছাড়া ফরিদপুর শহর ও গৌতমের গ্রামের বাড়ি ভাঙ্গায় নানা কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। 

শ্রদ্ধা জানানোর সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের ভাঙ্গা প্রতিনিধি অজয় দাস, কালের কণ্ঠের দিলীপ দাস, সমকালের সাইফুল ইসলাম শাকিল, দৈনিক প্রলয় পত্রিকার নির্বাহী সম্পাদক শহীদুল ইসলাম, ফরিদপুর অঞ্চলের ক্রাইম রিপোর্টার মারিয়া ইসলাম প্রমুখ।

২০০৫ সালের ১৭ নভেম্বর ফরিদপুর শহরে সমকাল ব্যুরো অফিসে শ্বাসরোধে হত্যা করা হয় গৌতম দাসকে। ২০১৩ সালের ২৭ জুন ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূরউদ্দিন গৌতম দাস হত্যা মামলার রায় ঘোষণা করেন। রায়ে ৯ আসামির সবাইকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

whatsapp follow image

আরও পড়ুন

×