ইট দিয়ে সাংবাদিকের মাথা থেঁতলে দিলেন ছাত্রদল নেতা
ফাইল ছবি
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪ | ২১:০২
নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদা না দেওয়ায় সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদের মাথা ইট দিয়ে থেঁতলে দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে। আজ রোববার সকালে উপজেলার গোলাকান্দাইল দক্ষিণপাড়া ৫ নম্বর ক্যানাল এলাকায় সহযোগীদের নিয়ে হামলা করেন জেলা ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া ওরফে ফেন্সি ইয়াসিন।
জাহাঙ্গীর দৈনিক কালবেলার রূপগঞ্জ প্রতিনিধি। এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন রূপগঞ্জের সাংবাদিকরা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধসহ কঠোর কর্মসূচির হুমকি দেন তারা। পরে রূপগঞ্জ প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ থানায় অভিযোগ দেন।
রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন জাহাঙ্গীর মাহমুদ বলেন, ছাত্রদলের সাবেক নেতা ইয়াসিন মিয়া এলাকায় চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি। তার বাহিনীর চাঁদাবাজি, জমি দখলসহ বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় ক্ষিপ্ত হন। ক্ষতিপূরণ বাবদ ইয়াসিন ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে না চাওয়ায় গত ১৫ দিন ধরে নানা হুমকিধমকি দিচ্ছিলেন। রোববার সকালে ইয়াসিনের নেতৃত্বে রাব্বিল, ইমনসহ ৪০-৫০ জন মারধর করে। তারা ইট দিয়ে মাথায় আঘাত করে। আর্তচিৎকারে আশপাশের লোকজন এলে ইয়াসিন বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়।
অভিযোগের বিষয়ে ইয়াসিনের নম্বরে কল দিলে বন্ধ পাওয়া যায়। উপজেলার ভূলতা ইউনিয়নের সোনাব এলাকার বাড়িতেও কাউকে পাওয়া যায়নি। তবে রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, ‘সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক কারবারির কোনো দল নেই। ইয়াসিনকে দ্রুত গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি।’
নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম জানান, তাৎক্ষণিকভাবে যৌথ বাহিনী ঘটনাস্থলে অভিযান চালিয়েছে। হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
- বিষয় :
- নারায়ণগঞ্জ
- ছাত্রদল
- সাংবাদিক
- আহত