ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

খাদ্য উপদেষ্টা

কৃষক ও সরকারের মাঝে মধ্যস্বত্বভোগী তৈরি করলে ব্যবস্থা

কৃষক ও সরকারের মাঝে মধ্যস্বত্বভোগী তৈরি করলে ব্যবস্থা

ফাইল ছবি

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪ | ২১:০৪

চলতি মৌসুমের আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেছেন খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। রোববার সারাদেশের স্থানীয় কার্যালয়গুলোর সঙ্গে অনলাইনে যুক্ত হয়ে কর্মসূচি শুরু করেন তিনি। উপদেষ্টা বলেন, কৃষকদের থেকে সরাসরি ধান ও চাল সংগ্রহ করা হবে। সরকার ও চাষির মাঝে অন্য কোনো পক্ষ থাকবে না। কৃষকদের ব্যবহার করে কোনো ফড়িয়া, মধ্যস্বত্বভোগী যেন সুযোগ নিতে না পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর কেউ যদি তৃতীয় পক্ষকে সুযোগ দেয়, তৈরি করে অথবা শৈথিল্য দেখায়, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ মইনুল ইসলাম ভুঞা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র সোম প্রমুখ।

সুনামগঞ্জে এবার আমন সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৬০১ টন। এর মধ্যে সিদ্ধ চাল ৩ হাজার ৯২ ও আতপ চাল ৫ হাজার ৩৭৭ টন। সভায় জানানো হয়, এবার প্রতিকেজি আমন ধান কৃষকের কাছ থেকে ৩৩ টাকা দরে সংগ্রহ করবে সরকার। এ ছাড়া সিদ্ধ চাল ৪৭ টাকা ও আতপ চাল ৪৬ টাকায় কেনা হবে।

সুনামগঞ্জ সদরে আমন ধান ৬৪০, সিদ্ধ চাল ২ হাজার ২৯৫ ও আতপ চাল ৯২৮ টন, শান্তিগঞ্জে আমন ধান ১১৬, সিদ্ধ চাল ৩৭৫, আতপ চাল ৮৫৫, দোয়ারাবাজারে আমন ধান ৭৯৪, সিদ্ধ চাল ২৮, আতপ চাল ৬০৮,  ছাতকে আমন ধান ৭২৩, আতপ চাল ৩৩১, জগন্নাথপুরে আমন ধান ৫৪০, সিদ্ধ চাল ১৯৭, আতপ চাল ১ হাজার ২১২, দিরাইয়ে আমন ধান ১৫৩, আতপ চাল ৩৭৯, শাল্লায় আমন ধান ২৪২, আতপ চাল ১০৭, ধর্মপাশায় আমন ধান ২৯৪, আতপ চাল ৭৭, জামালগঞ্জে আমন ধান ২৮৩, সিদ্ধ চাল ১৯৭, আতপ চাল ১৪৩, তাহিরপুরে আমন ধান ৩৩০, আতপ চাল ৪৯৯ ও বিশ্বম্ভরপুরে আমন ধান ৪৮৪, আতপ চাল ২৩৬ টন সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

whatsapp follow image

আরও পড়ুন

×