ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

সরকারকে বিএনপি নেতা দুদু

মানুষের ধৈর্য থাকতে থাকতে নির্বাচন দিন

মানুষের ধৈর্য থাকতে থাকতে নির্বাচন দিন

ফাইল ছবি

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪ | ২১:৫৬

অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগে বিএনপি সমর্থন দিচ্ছে বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, সমর্থন দিচ্ছি– অর্থ নির্বাচনের জন্য এমন সময় নেবেন না, যাতে মানুষ ধৈর্যহারা হয়। মানুষের ধৈর্য থাকতে থাকতে নির্বাচন দেওয়ার ব্যবস্থা করবেন।

রোববার টাঙ্গাইলের সন্তোষে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির স্মরণসভায় এসব কথা বলেন দুদু। তিনি বলেন, শেখ হাসিনা চট করে ঢুকে পড়ার কথা বলেছেন। আমরাও চাই, আপনি ঢুকে পড়েন। আপনাকে জবাব দিতে বিএনপি নেতাকর্মী প্রস্তুত।

বিএনপির এ নেতা বলেন, আগামী দিন বিএনপির দিন। যারা ১৬ বছর ধরে এদেশ লুটেপুটে খেয়েছে; জুলুম-নির্যাতন করেছে; তাদের বিচারের আওতায় আনার দিন। তিনি আরও বলেন, মওলানা ভাসানীর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো কিনা সন্দেহ রয়েছে। তিনিই ছিলেন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। চিনেছিলেন বলেই শহীদ জিয়াউর রহমান তাঁর আদর্শ গ্রহণ করেছেন।

অনুষ্ঠানে বিএনপির উপদেষ্টা আতাউর রহমান ঢালী, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস, ভাসানী ফাউন্ডেশনের মহাসচিব মাহমুদুল হক সানু প্রমুখ উপস্থিত ছিলেন।

whatsapp follow image

আরও পড়ুন

×