ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

মতবিনিময় সভায় বক্তারা

মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠায় সবাইকে কাজ করতে হবে

মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠায় সবাইকে কাজ করতে হবে

‘সাংবাদিকদের চোখে জুলাই গণঅভ্যুত্থান’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা। ছবি-সমকাল

সিলেট ব্যুরো

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪ | ২২:৪৫

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছেন সর্বস্তরের মানুষ। ছাত্র-জনতা রাস্তায় নেমে শেখ হাসিনার পতন ঘটিয়েছেন। গত ১৭ বছর সাংবাদিকতায় অনেক কঠিন সময় পার করতে হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের খবর পত্রিকায় প্রকাশের পর আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থাকে জবাবদিহি করতে হয়েছে। এমন সাংবাদিকতা আমরা চাই না। মুক্ত গণমাধ্যম ও সাংবাদিকতা প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। 

রোববার সিলেট নগরীর দরগাগেটের একটি হোটেলে ‘সাংবাদিকদের চোখে জুলাই গণঅভ্যুত্থান’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। বেসরকারি প্রতিষ্ঠান ‘দৃক’ এ সভার আয়োজন করে। 

সভায় সাংবাদিকদের বক্তব্যে সাংবাদিকতার প্রতি গণমানুষের আস্থা ফিরিয়ে আনা, সাংবাদিকতায় বাধা দূর করা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি উঠে আসে। দৃকের পক্ষ থেকে সভায় সঞ্চালনা করেন সাংবাদিক সামিয়া রহমান প্রিমা। বক্তব্য দেন সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল কবির, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, উত্তরপূর্বর বার্তা সম্পাদক ফখরুল ইসলাম, প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতা, সাংবাদিক নাসির উদ্দিন, দেবাশীষ দেব, নূর আহমদ, মনিকা ইসলাম, আহত সাংবাদিক আজমল আলী ও মসাহিদ আলী।
 

whatsapp follow image

আরও পড়ুন

×