পাবনায় ছুরিকাঘাতে যুবক নিহত তিনজন আটক
পাবনা সদর থানা। ফাইল ছবি
পাবনা অফিস
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪ | ২৩:৪৭
পাবনায় দুর্বৃত্তের উপর্যুপরি ছুরিকাঘাতে তুহিনুর রহমান তুষার (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার রাত ৯টার দিকে পাবনা শহরের কেন্দ্রস্থল লতিফ টাওয়ারের কাছে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে।
নিহত তুষার পাবনা সদর উপজেলার রাধানগর ময়দানপাড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে। প্রাথমিকভাবে তাঁর হত্যার কারণ জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, লতিফ টাওয়ারের পাশে পুরোনো ব্রিজ এলাকায় তুষার কয়েকজনের নিয়ে আড্ডা দিচ্ছিলেন। এ সময় তাদের মধ্যে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে সঙ্গীরা তাঁকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাবনা সদর থানার ওসি আব্দুল সালাম ঘটনা সত্যতা স্বীকার করে জানান, এ বিষয়ে তদন্ত চলছে। হত্যার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে গাঁজাসহ বিভিন্ন মাদক উদ্ধার করা হয়েছে।
তুষার ২০২৩ সালে নিহত ছাত্রলীগ নেতা সিয়াম হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন।