নাটোর
ব্যাগে মিলল জাল সাড়ে ৯ লাখ টাকা, গ্রেপ্তার ৫

উদ্ধার করা জাল নোট
লালপুর প্রতিনিধি
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪ | ২০:৩৯
নাটোরে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে পাঁচ যাত্রীর ব্যাগ থেকে ৯ লাখ ৪৩ হাজার টাকা মূল্যমানের জাল নোট জব্দ করেছে পুলিশ। এ সময় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার সদর উপজেলার নাটোর-রাজশাহী মহাসড়কের নারায়ণপাড়া এলাকায় একটি যাত্রীবাহী বাসে এ তল্লাশি চালানো হয়।
গ্রেপ্তার যাত্রীরা হলেন মো. আরিফ হাওলাদার, মো. আরিফ হোসেন, মো. মোস্তফা খান, মো. রফিকুল ইসলাম ও মো. ফেরদৌস হাওলাদার। তাদের বাড়ি বরিশাল, ঝালকাটি ও সাতক্ষীরা জেলায়। সদর থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মারুফাত হুসাইন।
পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে নাটোর-রাজশাহী মহাসড়কের নারায়ণপাড়া এলাকায় রংপুরগামী মোহাম্মদ পরিবহনের বাসে তল্লাশি চালায় পুলিশ। এ সময় পাঁচ যাত্রীর ব্যাগ তল্লাশি করে ৯২৪টি ১ হাজার টাকার ও ৯৫টি ২০০ টাকার মূল্যমানের জাল নোট জব্দ করা হয়েছে।
পুলিশ সুপার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানান, জাল টাকা দিয়ে রংপুর থেকে আলু কেনার পরিকল্পনা করেছিলেন। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমীন নেলী, সদর থানার ওসি মো. মাহবুর রহমান উপস্থিত ছিলেন।
- বিষয় :
- নাটোর