ঢাকা শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

নবম শ্রেণির ছাত্রীর রহস্যজনক মৃত্যু

নবম শ্রেণির ছাত্রীর রহস্যজনক মৃত্যু

ছবি: প্রতীকী

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪ | ২১:১১

শেরপুরের নকলা উপজেলায় এক ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার সকালে ঘরের আড়া থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। 

মৃত রুমানা আক্তার (১৫) টালকী ইউনিয়নের মজিদবাড়ী এলাকার ওসমান মিয়ার মেয়ে। সে স্থানীয় নয়াবাড়ি উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়তো।

জানা গেছে, শুক্রবার রাতের খাবার খেয়ে নিজের শয়ন কক্ষে ঘুমাতে যায় রুমানা। শনিবার সকালে অনেক ডাকাডাকি করলেও তার কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। পরে দরজা ভেঙে শয়ন কক্ষে ঢুকে দেখা যায় আড়ার সঙ্গে ঝুলে আছে রুমানা। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

টালকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাফফর মহিউদ্দিন বুলবুল জানান, মেয়েটি মেধাবী ও শান্ত ছিল। সে আত্মহত্যা করবে এটা বিশ্বাস হয় না।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, সুরতহাল শেষে লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃতকারণ জানা যাবে। একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আরও পড়ুন

×