ব্যবসায়ীকে পিটিয়ে পুলিশে সোপর্দ
বিএনপির কেউ জড়িত হলে ব্যবস্থা নেওয়ার আহ্বান রিজভীর
জেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী। ছবি-সংগৃহীত
লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪ | ২২:৪৮
নাটোরে গত ২০ নভেম্বর ব্যবসায়ী উজ্জ্বল কুমার মণ্ডলকে পিটিয়ে পুলিশে দেওয়ার ঘটনায় জড়িতরা বিএনপির নেতাকর্মী হলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে প্রশাসনকে আহ্বান জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে ভুক্তভোগী ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানোর ঘটনাকে বেআইনি বলে আখ্যায়িত করেন তিনি।
রোববার উজ্জ্বল কুমার, তাঁর পরিবার এবং বড়াইগ্রাম থানার ওসির সঙ্গে দেখা করার পর জেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে রিজভী দলীয় সিদ্ধান্তের কথা তুলে ধরে এ আহ্বান জানান। রিজভী বলেন, ‘ব্যবসায়ী উজ্জ্বল কুমার মণ্ডলকে মারধরের ঘটনাটি ভাইরাল হওয়ায় বিষয়টি গণমাধ্যমের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে এসেছে। এ ঘটনা সরেজমিন তদন্ত করে ব্যবস্থা নিতে তারেক রহমান তাঁকে নির্দেশনা দেওয়ার পর তিনি নাটোরে এসেছেন। প্রথমে তিনি ভুক্তভোগী ও তাঁর পরিবারের সঙ্গে দেখা করে খোঁজখবর নিয়েছেন। পরে বড়াইগ্রাম থানায় গিয়ে ওসির সঙ্গে কথা বলেছেন। পুলিশকে তিনি অবিলম্বে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন।’
বিএনপি দেশের সব মত ও পথের মানুষের ন্যায়বিচারের অধিকার নিশ্চিত করতে চায় উল্লেখ করে রিজভী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে অনেকে ন্যায়বিচার বঞ্চিত হয়েছে। তাই আর কেউ যেন এই অধিকার থেকে বঞ্চিত না হয়। বিএনপির কোনো নেতাকর্মী যাতে আইন হাতে তুলে না নেয় এবং তাদের সংযত হতে কঠোরভাবে নির্দেশ দিয়েছেন তারেক রহমান। প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারীর হাতে অপরাধীকে তুলে দেবে বিএনপির কর্মীরা। অনেক নেতাকর্মী এই নির্দেশ অমান্য করায় দল থেকে বহিষ্কার করা হয়েছে।
- বিষয় :
- বিএনপি
- রুহুল কবির রিজভী